জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীতে নারীর উপর সহিংসতা; তথ্য প্রযুক্তিতে তরুন ও যুব নারীর ঝুঁকি ও সম্ভাবনা" বিষয়ক এক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর সভাকক্ষে আদর্শ মানবসেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকবর এর সভাপতিত্বে "নারীর উপর সহিংসতা; তথ্য প্রযুক্তিতে তরুন ও যুব নারীর ঝুঁকি ও সম্ভাবনা" বিষয়ক জনসচেতনতা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন সুলতানা'র প্রতিনিধি ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদার, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, শুকতারা'র পরিচালক মাহফুজা ইসলাম, সাংবাদিক ইশরাত হোসেন লিটন, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক আহমেদ কাওসার, নারী পক্ষের সদস্য জান্নাতুল ফেরদৌস, আদর্শ মানবসেবা সংস্থার সমন্বয়ক মো. মাসুদ রানা প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুন এবং যুব নারীরাও উপস্থিত ছিলেন।