মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে ইয়াবাসহ বাবুল হাওলাদার (৪৩) নামের ১ মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক বাবুল হাওলাদার আমড়াগাছিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর সুবিদখালী এলাকার সতীশ হাওলাদারের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গতকাল ২৯ মার্চ (শুক্রবার) দিবাগত রাত পৌনে ৯ টায় এসআই সম্বিত রায়, সঙ্গীয় ফোর্সসহ জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর সুবিদখালী গ্রামের সুবিদখালী মহিলা কলেজের পশ্চিম পাশ থেকে বাবুলকে ৯০ পিচ ইয়াবাসহ আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।