ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বাবার জানাজায় ডান্ডাবেরি অবস্থায় এক ছাত্রদল নেতার অংশগ্রহন। পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো. নাজমুল মৃধার বাবা ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য, পশ্চিম সুবিদখালী নিবাসী মোঃ মোতালেব হোসেন মৃধা (৬০)। শুক্রবার রাত আনুমানিক ৯.৪০ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন। শনিবার বাবার জানাজায় অংশ নেয়ার জন্য এবং বাবাকে শেষ দেখার জন্য দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্যারোলে মুক্ত হয়ে জানাজায় অংশগ্রহন করেন ছাত্রদল নেতা নাজমুল মৃধা।
পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. মোস্তফা কামাল জানান, “মো. নাজমুল মৃধা বিস্ফোরক ও নাশকতামুলক মামলার আসামী। নিরাপত্তার জন্য পুলিশের আবেদনের প্রেক্ষিতে পুলিশ তাকে ডান্ডাবেরি দিয়ে নিয়েছেন এবং ডান্ডাবেরি দিয়ে কারাগারে নিয়ে এসেছেন।”
স্থানীয়রা জানান, “সুবিধখালী র.ই. পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকাল ৫ টার সময় জানাজা নামায নির্ধারিত থাকায় ৫ টার আগে বাড়িতে ছোট পরিসরে আয়োজিত বাবার জানাজায় অংশ নেন ছাত্রদল নেতা মো. নাজমুল মৃধা।”