1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনির গ্রে*প্তার বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ-কে বহিস্কার “নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্তি” প্লাকার্ড লিখে মানববন্ধন বাউফলে মোটর সাইকেল চা*পা দিয়ে শিশু হ*ত্যা চেষ্টার অভিযোগ পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার “আগামী কোরবানী ঈদের আগেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন” -আলতাফ হোসেন চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাউফলে মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ ঈদের দিনে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গলাচিপার ইউএনও মিজানুর রহমান বাউফলে সেলুনের আড়ালে যখন মা*দক কারবারি সুনীল পটুয়াখালীতে আত*শবা*জি ফোটাতে গিয়ে এক শিশুর মৃ*ত্যু ও দুই কিশোর গু*রুত*র আ*হ*ত

পটুয়াখালীতে টাকা ছিনতাই মামলায় ৩ জনকে ১০ বছরের কারাদন্ড

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে মেসার্স পদ্ম এন্টার প্রাইজ এর পরিবেশক বিকাশ লিঃ এর ১২ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই মামলার রায়ে ৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাস বিনাশ্রমের দন্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ এস.এম এরশাদুল আলম। মামলা নং সেসন৩৬৪/২০, জিআর ৭১/২০ পটুয়াখালী সদর থানা, দন্ডবিধি ধারা ৩৯৪।

রাস্ট্র পক্ষের আইনজীবী মো. নজরুল ইসলাম বাদল (পিপি) ও মামলা সূত্রে জানাগেছে, ঘটনারদিন ১২.০২.২০ ইং তারিখ বেলা আনুমানিক ১১ টার সময় পটুয়াখালীর নতুন বাজারস্থ মেসার্স পদ্ম এন্টার প্রাইজের পরিবেশক বিকাশ’ লিমিটেডের বিক্রয় প্রতিনিধি আবু সাইম মো. নাঈম প্রতিদিনের মত বিকাশের এজেন্টে সার্ভিস দেওয়ার জন্য বাউফলের কনকদিয়া যাওয়ার উদ্দেশ্যে অফিস থেকে নগদ ১২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে মটর সাইকেলযোগে লোহালিয়া খেয়াপাড় হয়ে পটুয়াখালী টু বাউফল সড়কের বটতলা নামক স্থান অতিক্রমকালে পিছন থেকে মো. বাপ্পী মৃধা(২৬), মো. জাহিদ মৃধা ও মো. আল- আমিন দ্রুত একটি মটর সাইকেল সামনে উঠে আবু সাইম মো. নাঈমের মটর সাইকেলের গতিরোধ করে বাপ্পীগং নাঈমকে মারধর করে নাঈমের কাছে থাকা ১২ লক্ষ ৫০ হাজার টাকা ভর্তি ব্যাগটি জোরপূর্ক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় আহত নাঈম ছিনতাই দলের আল- আমিনকে ঝাঁপটিয়ে ধরে রেখে ডাকচিৎকার করলে পথচারীরা এসে আল আমিনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। ঐদিন রাতেই মেসার্স পদ্ম এন্টার প্রাইজের পরিবেশক বিকাশ লিঃ এর ম্যানেজার গোপাল চন্দ্র পাল বাদী হয়ে উল্লেখিত ছিনতাইকারী বাপ্পী, জাহিদ ও আল- আমিনকে আসামী করে সদর থানায় মামলা করেন। ১০ জন স্বাক্ষী গ্রহন শেষে আজ ১৪ ফেব্রুয়ারী বুধবার জেলা ও দায়রা জজ আদালত উল্লিখিত তিন আসামীর বিরুদ্ধে উক্ত রায় প্রদান করেন। এ আসামীত্রয় সকালে হাজির হলেও ৩ নং আসামী আল আমিন বাড়িতে মা অসুস্থ হয়ে পরেছে বলে রায়ের আগে সে সটকে পালিয়ে গেছে বলে পিপি নজরুল ইসলাম বাদল জানান। আসামী বাপ্পীর পক্ষ এড. মোমান, জাহিদের পক্ষে এড. সাইফুল আহসান কচি ও আল আমিনের পক্ষে এড. মজিবুর রহমান টোটন মামলা পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট