জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ কলেজ রোড এলাবাসীর আয়োজনে ১৭ ফ্রেব্রুয়ারী (সোমবার) রাতে পটুয়াখালী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন হাদিসের আলোকে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন জৈনপুরী (ভারত) এর হযরত মাওলানা এজাজ আহম্মেদ সিদ্দীকী আল কুরাইশি। আরও বয়ান করেন জৈনপুরীর বড় সাহেবজাদা হাফেজ মাওলানা আবদুল্লাহ বিন আহম্মেদ এজাজ ও হযরত হাফেজ মাওলানা আউন আহম্মেদ সিদ্দীকী আল কুরাইশি।
এ সময় আয়োজকদের মধ্যে অন্যতম প্রধান মরিচবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সভাপতি মো. মনিরুজ্জামান টিটু, মুরাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাফর উল্লাহ, মাদারবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম মাতুব্বর (সেলিম মাস্টার), জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, কলেজ রোড নিবাসী মো. ইউনুচ মিয়া, আসলাম তালুকদার, মো. জামান, ফোরকান খান, স্বপন মিয়া, এ্যাড. আলমগীর প্রমুখ।
মাহফিলে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাহফিলের প্রধান অতিথি জৈনপুরী (ভারত) এর হযরত মাওলানা এজাজ আহম্মেদ সিদ্দীকী আল কুরাইশি। মাহফিলে জৈনপুরীর শত শত অনুসারী ও মুসুল্লি উপস্থিত ছিলেন।