অপূর্ব সরকার, পটুয়াখালীঃ জাগোনারী’র এন্টিসিপেটরি একশন প্রকল্পের আওতায় পটুয়াখালীতে জেলা পর্যায়ের রিসোর্স পুলের সক্ষমতা বৃদ্ধির জন্য দুই দিনব্যপী প্রশিক্ষণ আজ পটুয়াখালীর মল্লিকা পার্টি সেন্টারে শুরু হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব যাদব সরকার।
অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সেইভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল, এন্টিসিপেটরি একশন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব জাবেদ মিনদাদ, আবহাওয়াবিদ আব্দুর রহমান খাঁন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিজেস্টার ম্যানেজমেন্ট বিভাগের ডীন আহম্মেদ পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব যাদব সরকার বলেন, “আগে বছরে দু‘একটি ঘূর্নিঝড় দেখা দিতো কিন্তু গত বছর ৪টি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে।” তিনি বলেন পটুয়াখালী ঘূর্ণিঝড়প্রবল এলাকা হওয়ায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকারের পাশে থেকে কাজ করতে হবে।”
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন এন্টিসিপেটরি একশন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোঃ মনিরুজ্জামান।