ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন, পটুয়াখালী জেলা কার্যালয়ের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী’র উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এর সভাপতিত্বে এবং মোঃ আব্দুল হালিম এর সঞ্চালনায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাইয়ের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু সাঈদ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও জনপ্রিয় স্থানীয় দৈনিক সাথী পত্রিকার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা মোঃ আব্দুল কাদের ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নিয়াজ মোর্শেদ সেলিম সহ বিভিন্ন মসজিদের ইমামগণ ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের পরে বিভিন্ন মসজিদের ইমামগণের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হয়।