পটুয়াখালী প্রতিনিধিঃ ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এ শ্লোগান নিয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালন করেছে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান বিভাগ পটুয়াখালী।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সার্কিট হাউজ প্রাঙ্গন হতে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক সরওয়ার টারজন। আলোচনা করেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, জেলা পরিসংখ্যান বিভাগের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা অমিতাভ রায়, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মিরাজুর রহমান প্রমুখ।