1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার “আগামী কোরবানী ঈদের আগেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন” -আলতাফ হোসেন চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাউফলে মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ ঈদের দিনে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গলাচিপার ইউএনও মিজানুর রহমান বাউফলে সেলুনের আড়ালে যখন মা*দক কারবারি সুনীল পটুয়াখালীতে আত*শবা*জি ফোটাতে গিয়ে এক শিশুর মৃ*ত্যু ও দুই কিশোর গু*রুত*র আ*হ*ত গৌরনদীতে ব্যবসায়ীদের আয়োজনে ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত সৌদি আরবের সাথে মিল রেখে বাউফলের ১৪ গ্রামে ঈদ উৎসব পটুয়াখালীর বদরপুরসহ ২৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত ইটবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) প্রতিযোগিতা শুরু

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৪ প্রতিযোগিতা শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় ১৪টি ইউনিয়ন অংশ নিবে।

বৃহষ্পতিবার (২৭ জুন) সকাল ৯ টায় সদর উপজেলা পরিষদ মাঠে সদর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৪ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন শামীম, সমাজসেবা অফিসার মো. হারুন অর রশিদ, পিআইও মো. রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়বিঘাই ইউপি চেয়ারম্যান মো. জাফর হাওলাদার, কালিকাপুর ইউপি চেয়ারম্যান সালমা জাহান, ভুরিয়া ইউপি চেয়ারম্যান মো. রুবেল মোল্লা, লোহালিয়া ইউপি চেয়ারম্যান এ্যাড. কবির তালুকদার, ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, জৈনকাঠী ইউপি চেয়ারম্যান এ্যাড. সৈয়দ মহসীন, ছোটবিঘাই ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদার, মরিচবুনিয়া ইউপি চোয়ারম্যান মো. মাসুম মৃধাসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। খেলার ধারা বিবরণীতে ছিলেন মো. আমিনুল ইসলাম সিরাজ।

উদ্বোধনী খেলায় কালিকাপুর ইউনিয়ন বনাম বড়বিঘাই ইউনিয়নের মধ্যে প্রতিযোগীতায় টাইব্রেকারে কালিকাপুর ইউনিয়ন চার গোলে জয়লাভ করে। বড়বিঘাই দুটি গোল করে। দিনের দ্বিতীয় খেলায় ভুরিয়া ইউনিয়নকে ১ গোলে হারিয়ে মাদারবুনিয়া ইউনিয়ন জয়লাভ করে। দিনের তৃতীয় খেলায় টাইব্রেকারে মরিচবুনিয়া ইউনিয়ন ৪ গোল করে জয়লাভ করে। এ টাইব্রেকারে আউলিয়াপুর ইউনিয়ন মাত্র ১ টি গোল করে। উদ্বোধনী খেলায় রেফারী ছিলেন সৈয়দ তারেক (মধ্য মাঠ), ইরতেজা হাসান (সাইড), কীর্তিবাস পাল বিদ্যুৎ (সাইড) ও জাহাঙ্গীর হোসেন (৪র্থ)।

২৯ জুন (শনিবার) একই মাঠে চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়েছে বলে ইউএনও ডাঃ সঞ্জীব দাশ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট