পটুয়াখালী প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রবিবার (১৭ মার্চ) বিকেলে বাংলাদেশ কোস্টগার্ড বেইজ অগ্রযাত্রা পটুয়াখালী ক্যাম্পাসে ৩ শতাধিক অসহায়, ছিন্নমূল, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। বিসিজি বেইজ অগ্রযাত্রার কমান্ড্যান্ট ক্যাপ্টেন শাহজাহান সিরাজ ইফতার সামগ্রী বিতরন করেন। এ সময় কোষ্টগার্ডের বিভিন্ন কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর জন্মদিনে বিনামূল্যে ইফতার পেয়ে খুশি হতদরিদ্ররা।