জালাল আহমেদঃ জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় পটুয়াখালী পৌরসভার সহযোগিতায় ওয়ার্ড ভিত্তিক অভিযোজন কার্যক্রমের অংশ হিসেবে সমস্যা চিহ্নিতকরন ও তা সমাধানের লক্ষ্যে স্থানীয় স্টেক হোল্ডারদের নিয়ে এক ওয়ার্কশপ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মে) ৬ নং ওয়ার্ড লেকস্থ ওয়াশজোন ভবনের দোতলায় ইউকেএইড এর অর্থায়নে ও ব্র্যাক এর আয়োজনে স্টেক হোল্ডারদের নিয়ে ওয়ার্কশপ কর্মসূচীতে ওয়ার্কশপের লক্ষ্য, উদ্দেশ্য এবং করনীয় বিষয় বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক’র প্রজেক্ট ম্যানেজার শেখ মহিবুল্লাহ। আরও আলোচনা করেন প্রজেক্ট অফিসার মো. আলম হোসেন, মুনজিরা খাতুন, রুবেল আলী, ইঞ্জিঃ মো. রাকিবুল ইসলাম, কমিউনিটি ভলান্টিয়ার ফারজানা, সাজিদা রহমান, দিপাঙ্কিতা দেবী। ওয়ার্কশপে গ্রুপভিত্তিক স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়। আগামীকাল সোমবার ৭ নং ওয়ার্ড এলাকায় অনুরূপ এক ওয়ার্কশপ কর্মসূচী অনুষ্ঠিত হবে বলে ভলান্টিয়ার দিপাঙ্কিতা দেবী জানান।