জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বর্বর গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ ও তার অঙ্গ সংগঠন সমূহ।
আজ ৮ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা জমিয়াতে হিযবুল্লাহ’র নেতা আলহাজ্ব মাওলানা শহিদুল ইসলাম, সদর থানা শাখা যুব হিযবুল্লাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, জেলা ছাত্র হিযবুল্লাহ’র সাধারণ সম্পাদক মাওঃ মো. সোহেল মাহমুদ প্রমুখ।
বক্তারা গাজায় নিরীহ মানুষের উপর যে বর্বর ও হত্যাযঞ্জ চালাচ্ছে তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তা বন্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহবান জানান। যেসব মুসলিম দেশ এখনও নিশ্চুপ রয়েছে তাদের প্রতিও ক্ষোভ প্রকাশ করা হয়।
মানববন্ধনে ফিলিস্তিনিবাসীদের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. শহিদুল ইসলাম। মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল করে জমিয়াতে হিযবুল্লাহ। এ কর্মসূচীতে জমিয়াতে হিযবুল্লাহ ও তাদের অঙ্গ সংগঠন ছাত্র হিযবুল্লাহ এবং যুব হিযবুল্লাহ’র শত শত নেতা-কর্মীরা অংশ নেয়।