জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ছাগলকে পাতা খাওয়ানোকে কেন্দ্র করে এক বৃদ্ধকে রক্তাক্ত করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতসলের অর্থপেডিক ওয়ার্ডের ৪৮ নম্বর বেডে চিকিৎসারত রক্তাক্ত ভিকটিম মো. জাফর হাওলাদার এর স্ত্রী আসমা বেগম জানান, গত রবিবার বিকেলে সে তার ছাগলকে হাড়রা গাছের পাতা খাওয়াচ্ছিলো, এ সময় একই বাড়ির হাসান পন্ডিতের একটি ছাগল ঐ পাতা খেতে আসলে ছাগলটি তাড়িয়ে দেয়। এ ঘটনায় হাসান পন্ডিতের স্ত্রী ওলেদা বেগম আসমা বেগমকে অকথ্য ভাষায় গালাগাল করে ও ভন্ড কথা বলে। এ গালাগাল ও ভন্ড কথার প্রতিবাদ করলে হাসান পন্ডিতের ছেলে আরমান লাঠি দিয়ে সেখানে থাকা আসমা বেগমের স্বামী জাফর হাওলাদারের মাথায় সজোড়ে আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ খবর পেয়ে আসমা বেগমের ছেলে এইচএসসি পরীক্ষার্থী মো. জিহাদ দৌড়ে এসে বাবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সোমবার জাফর হাওলাদারকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতের জরুরী বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে চিকিৎসার জন্য ভর্তি করেন। তার মাথায় ৬টি সেলাই লেগেছে বলে আসমা বেগম জানান।
আসমা বেগম আরো জানান, পূর্ব জের ধরে হাসান পন্ডিতের ইন্ধনেই তার ছেলে আরমান আমার স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়েছে। এর আগে হাসান পন্ডিত আমাকে মারধর করে আমার মাথা ফাটিয়েছিলো। সে ঘটনায় স্থানীয়রা শালিস বিচার করেছিলো। আমি আমার স্বামীর মারধরের বিচার চাই। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ভিকটিম জাফর হাওলাদার জানান।