ইশরাত লিটন, পটুয়াখালীঃ শুক্রবার (২৬ এপ্রিল) রাত ৮ টায় পটুয়াখালীর টাউন কালিকাপুর ০৯ নং ওয়ার্ডের ইসলাম সড়কে অবস্থিত “চন্দ্রদ্বীপ” প্রকল্পের আওতায় নির্মাণাধীন দশতলা বিশিষ্ট “চন্দ্রদ্বীপ টাওয়ারের” গ্রান্ড ফ্লোরে এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বশির আহমেদ হাওলাদার, সভাপতি চন্দ্রদ্বীপ প্রকল্প।
সভার প্রথমেই কোরআন থেকে তেলোয়াত এবং গীতা পাঠ করা হয়। সভায় চন্দ্রদ্বীপ প্রকল্পের সকল সদস্য বৃন্দের উপস্থিতিতে সভাপতির শুভেচ্ছা বক্তব্যর মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতেই প্রকল্পের বাৎসরিক আয়-ব্যয়ের কার্যবিবরণী সকল সদস্যদের মাঝে তুলে ধরেন প্রকল্পের হিসাব রক্ষক আমিনুল ইসলাম। পরবর্তীতে প্রকল্পের চলমান কাজের অগ্রগতি নিয়ে ধারাবাহিক আলোচনা করেন প্রকল্পের সাধারণ সদস্যরা।
সদস্যদের আলোচনা শেষে সভাপতি বশির আহমেদ হাওলাদার সমাপনী বক্তব্য রাখেন। তিনি সকল সদস্যদের উদ্দেশ্য করে বলেন, “প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করতে হলে সকলকে সম্মিলিত ভাবে সহযোগিতা করতে হবে। প্রকল্পের অধীন চন্দ্রদ্বীপ টাওয়ারের কাজ চলমান থাকায় প্রতি মাসে সদস্য প্রতি পঞ্চাশ হাজার টাকা কিস্তি চলমান রাখতে হবে যা সকলের জন্য বাধ্যতামূলক। অন্যথায় তাহার শেয়ার বাতিল করে সদস্যদের মাঝে নিয়ম অনুযায়ী বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, প্রকল্পের কাজ দ্রুত অগ্রগতির লক্ষে তিন সদস্য বিশিষ্ট যথাক্রমে চুন্নু, শাহ-জালাল এবং মিজান সার্বক্ষণিক দায়িত্ব পালনে নিয়োজিত থাকবে যাহা উক্ত সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
আলোচনা শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনাকারী চন্দ্রদ্বীপ প্রকল্পের সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ শারীরিক ভাবে অসুস্থ্য থাকায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন চন্দ্রদ্বীপ প্রকল্পের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী শাহ-জালাল প্রমুখ।