জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ভয়াবহ ঘূর্নিঝড় রিমালের তান্ডবে লন্ডভন্ড পটুয়াখালী জেলার ৮ টি উপজেলার ক্ষতিগ্রস্থদের জন্য ত্রান নিয়ে ১-৩ জুন ৩ দিনের সফরে আসছেন ঢাকাস্থ পটুয়াখালী সমিতির কার্য-নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব আবি আবদুল্লাহ খান নান্নু ও সাধারণ সম্পাদক ড. এস. এম. এ জাফর বাদশা এর নেতৃত্বে সমিতির ১০ সদস্যের টিম।
উক্ত ত্রান বিতরণ কর্মসূচীতে রয়েছে ১ জুন শনিবার দুপুর ২.০০ ঘটিকায় দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ত্রানের টাকা হস্তান্তর, বিকাল ৪ টায় বাউফল উপজেলা নির্বাহী অফিসে উপস্থিত হয়ে তার কাছে বাউফলে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রানের টাকা হস্তান্তর করে সমিতির নেতৃবৃন্দ কালাইয়া শৈলায় নুরজাহান গার্ডেনে অবস্থান করবেন এবং রাত্রিযাপন করবেন। পরদিন ২ জুন রবিবার সমিতির নেতৃবৃন্দ সকাল ১০ টায় দশমিনায় পৌছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রানের টাকা হস্তান্তর করে পটুয়াখালী সমিতির নেতৃবৃন্দ দুপুর ১২ টায় গলাচিপা পৌছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ত্রানের টাকা হস্তান্তর করে রাঙ্গাবালী যাবেন এবং দুপুর ১টায় রাঙ্গাবালী ইউএনও এর কাছে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রানের টাকা হস্তান্তর করবেন। সমিতির নেতৃবৃন্দ গলাচিপায় ফিরে সেখানে মধ্যাহ্ন ভোজ করে কলাপাড়া যাবেন এবং বিকাল ৪ টায় কলাপাড়া ইউএনও এর কাছে ত্রানের টাকা হস্তান্তর করে পটুয়াখালী ফিরে আসবেন। পরদিন ৩ জুন সোমবার সকাল ৯ টায় পটুয়াখালী সদর ইউএনও এর কাছে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রানের টাকা হস্তান্তর করে পটুয়াখালী সমিতির ত্রান টিম বেলা ১১ টায় মির্জাগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ত্রানের টাকা হস্তান্তর করে বেলা ১১.৩০ মিনিটে কাঠালতলী সড়ক হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে বলে সমিতির সাধারণ সম্পাদক ড. এস এম এ জাফর বাদশা জানান।
এ ত্রানের টিমে আরও থাকবেন সমিতির সদস্য মো. আব্দুর রব, শাহবাজ হোসেন মিল্টন, এসএম আঃ হান্নান, এসএম ফরীদ উদ্দিন, মো. মানিক রহমান, মো. আবু বকর সিদ্দিক, ইঞ্জিঃ আঃ রব ও মো. জাকির হোসেন।