জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ভয়াবহ ঘূর্নিঝড় রিমালের তান্ডবে লন্ডভন্ড পটুয়াখালী জেলার ৮টি উপজেলার ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে নগদ ৮ লাখ টাকা হস্তান্তর করেছেন ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির নেতৃবৃন্দ।
সোমবার (৩ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসকের দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জিব দাসদ্বয়ের কাছে সদর উপজেলার ক্ষতিগ্রস্থদের জন্য নগদ ১ লাখ টাকা হস্তান্তর করেন ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব আবি আবদুল্লাহ খান নান্নু ও সাধারণ সম্পাদক ড.এস.এম.এ জাফর বাদশা এর নেতৃত্বে সমিতির ১০ সদস্যের টিম।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সদস্য সাবেক সিনিয়র জেলা জজ মো. আব্দুর রব, শাহবাজ হোসেন মিল্টন, এসএম আঃ হান্নান, বীর মুক্তিযোদ্ধা এসএম ফরীদ উদ্দিন, মো. মানিক রহমান, মো. আবু বকর সিদ্দিক, ইঞ্জিঃ আঃ রব ও মো. জাকির হোসেন। এর আগে সমিতির নেতৃবৃন্দ ১ ও ২ জুন দুমকি, বাউফল, দশমিনা, গলাচিপা, রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার ঘূর্নিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্থদের জন্য প্রতি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের অফিসে গিয়ে তাদের হাতে নগদ ১ লাখ টাকা করে ৬ লাখ টাকা হস্তান্তর করেন।
প্রকাশ, গত ৩১ মে পটুয়াখালী জেলা সমিতি ঢাকার ৫০ বছর পূর্তি পালন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। ভয়াবহ ঘূর্নিঝড় রিমালের আঘাতে দক্ষিন উপকূলীয় জেলা পটুয়াখালীর ব্যাপক ক্ষতি হয়ে লক্ষ লক্ষ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে খবরে পূর্তি অনুষ্ঠান স্থগিত করে কালক্ষেপন না করে বিপন্ন মানুষের সাহায্যার্থে ছুটে আসেন পটুয়াখালী সমিতির নেতৃবৃন্দ। বিপন্ন মানুষের জন্য ত্রান নিয়ে ছুটে আসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সমিতির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার ও উপজেলা সমূহের নির্বাহী অফিসারগন। পরে সমিতির নেতৃবৃন্দ দুপুরে মির্জাগঞ্জ উপজেলায় যান এবং মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষতিগ্রস্থদের জন্য নগদ ১ লাখ টাকা হস্তান্তর করেন।