জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ জুলাই – আগস্ট গণহত্যায় জড়িত বিদেশে পলাতক মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখী এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করা, গণঅভ্যুল্থানে নিহত- আহতদের ক্ষতিপূরনসহ ৫ দফা দাবীতে পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উক্ত দাবীতে গণঅধিকার পরিষদ জেলা কমিটির উদ্যোগে শহরের নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট নদীবন্দর ভবনের সামনে দলের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান হাওলাদার, যুগ্ম সদস্য সচিব আবু সাইদ মাতবর, সদর উপজেলার আহবায়ক মাওলানা মোঃ শাহীন, সদস্য সচিব আবদুল কাইয়ুম ও জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক সাইফুল ইসলাম রুম্মন।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক মোঃ ফারুক হাওলাদার, গলাচিপা উপজেলা শাখার সদস্য সচিব মোঃ জাকির হোসেন, দশমিনা উপজেলা শাখার আহবায়ক মোঃ লিয়ার হোসেন, মহিপুর থানা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. খলিলুর রহমান মোল্লা ও সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম মুসল্লী প্রমুখ।
মিছিল ও সমাবেশে গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদ সংগঠনের বিভিন্ন ইউনিট শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।