জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুল্থানে সংঘটিত গণহত্যা ও একদলীয় ফ্যাসিস্ট শাসনব্যবস্থা কায়েমের মাধ্যমে গত ১৬ বছরের গুম, খুন, উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারসহ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা।
বুধবার (০৫ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে গণঅধিকার পরিষদসহ ছাত্র ও যুব গণঅধিকার পরিষদের শত শত নেতা- কর্মীদের উপস্থিতিতে ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে উক্তদাবী দ্রুত বাস্তবায়ন করার জন্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোরদাবী জানিয়ে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিম, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম রাসেদ, জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব শাহ আলম সিকদার।
জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রাহমান, দশমিনা উপজেলা শাখার আহবায়ক মো. লিয়ার হোসেন ও দুমকি উপজেলা শাখার মো. মুন্না জহির প্রমুখ।
মানববন্ধন শেষে শহরে এক বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মিছিল শেষ করে। মিছিল শেষে প্রধান উপদেষ্টার বরাবরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।