জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী পৌর শহরের থানাপাড়া শাহজাহান ভবনস্থ খিদমাতুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসায় ‘হিফজ সবক ও দস্তারবন্দী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৫ জুন) বিকাল ৪ টায় মাদ্রাসা মিলনায়তনে জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও মুসলিমপাড়া বায়তুল মোকারম জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মো. আঃ কাদের এর সভাপতিত্বে ‘হিফজ সবক ও দস্তারবন্দী’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুকুরজানা ডিএস আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ইলিয়াছ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল দারসুল কুরআন একাডেমীর পরিচালক হাফেজ মাওলানা মো. মুবিনুল ইসলাম, পটুয়াখালী মডেল মসজিদের খতিব হাফেজ মাওঃ মো. তানভীরুল ইসলাম, মাওঃ মো. মোস্তাফিজুর রহমান, মাওঃ তাজুল ইসলাম, হাফেজ মাওলানা কাওসার আহমাদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. শাহজাহান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. শামীম আহসান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ২০২২ সালে প্রতিষ্ঠিত খিদমাতুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসায় মাত্র ২২ মাসের মাদরাসায় প্রথম দুইজন কুরআনে হাফেজ মোঃ আরাফাত ইসলাম মিশর ও হাফেজ মোঃ আবু সাইদকে মাথায় পাগরী পড়িয়ে দস্তারবন্দী করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি বরিশাল দারসুল কুরআন একাডেমীর পরিচালক হাফেজ মাওলানা মো. মুবিনুল ইসলাম ১০ জনকে হিফজ সবক ও ৪ জনকে নাজেরা সবক দেন। অনুষ্ঠানে বিভিন্ন হিফজ পাড়া গ্রুপের পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ। শেষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।