জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পবিত্র মাহে রমযান উপলক্ষে পটুয়াখালী জেলার সকল খেলোয়ার ও ক্রিকেটারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) ২৮ রমযানে পটুয়াখালী নির্মানাধীন জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) পটুয়াখালী জেলা শাখার আয়োজনে খেলোয়ার ও ক্রিকেটারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেটার পটুয়াখালীর কৃতি সন্তান ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) পটুয়াখালী জেলা শাখার সভাপতি সোহাগ গাজী, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রাসেল, ক্রিকেট আম্পায়ার ও সাবেক খেলোয়ার মো. আরিফুর রহমান, পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আনম আমিনুল হক মামুন, ক্রিকেট আম্পায়ার সাবেক খেলোয়ার ইরতেজা হাসান মনির, সাবেক ক্রিকেটার ও আম্পায়ার মো. রিয়াদ হোসেনসহ সাবেক খেলোয়ার ও ক্রীড়াবিদগণ।
ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন পুরাতন বাসস্ট্যান্ডস্থ বায়তুল মোয়াজ্জম মাদরাসার শিক্ষক হাফেজ নুরুল করিম।