পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে কুয়েত প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির খবর পাওয়া গিয়েছে। ডাকাতদল ২১ ভরি স্বর্নালংকার ও আড়াই লক্ষ টাকা লুটে নিয়েছে বলে স্বজনরা জানান। এ ঘটনাটি ঘটেছে ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত দুইটায় সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামে কুয়েত প্রবাসী কামরুলের বাড়িতে। ডাকাতদের মারধরে প্রবাসীর ছেলে সুজন আহত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছে।
প্রবাসী কামরুলের ছোটভাই ফিরোজ তালুকদার জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ভাতিজা শুভ (কামরুলের ছেলে) ফোনে জানায় বাড়িতে ডাকাত এসে আমাদের হাত পা বেঁধে একুশ ভরি স্বর্নালংকার ও নগদ আড়াই লক্ষ টাকা নিয়ে চলে যায়। পরে সদর থানায় ফোন দিলে পুলিশ গিয়ে আহত সুজনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
আহত সুজন জানান, রাত দুইটার দিকে বাসার জানালার গ্রিল কেটে প্রায় ১০/১২ জন ডাকাত বাসার ভেতরে প্রবেশ করে। পরে আমাদের হাত পা বেঁধে মারধর করে আটকিয়ে রেখে ডাকাতদল বাসার বিভিন্ন আলমারি, শোকেজ ও ওয়ারড্রব ভেঙ্গে জিনিসপত্র তছনছ করে বাসায় থাকা ২১ ভরি স্বর্নালংকার ও দোকানের বেচাকেনার নগদ আড়াই লক্ষ টাকা নিয়ে গেছে। পরে ৯৯৯ পুলিশকে কল দিলে পুলিশ এসে তদন্ত করেন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি জসিম উদ্দিন জানান, ডাকাতির খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করে। তদন্ত অব্যাহত আছে।