জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালী জেলা শাখার “ওয়ান বাংলাদেশ” কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরুর লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় মল্লিকা রেস্তোরার পার্টি সেন্টারে প্রফেসর ড. আসাদুজ্জামান মিয়া (মুন্না) এর সভাপতিত্বে “ওয়ান বাংলাদেশ” পটুয়াখালী জেলা শাখা কমিটি গঠন ও কার্যক্রম শুরু করার লক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন পবিপ্রবির প্রফেসর ড. মো. আরিফুল আলম, প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রফেসর ড. আফজাল হোসেন, আছমত আলী খান কলেজের অধ্যক্ষ মো. নুরেজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ খান, চরবয়েরা মাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার আকন, শিক্ষক সুকান্ত চন্দ্র বালী, ড. আতহার উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ মারুফা মনি, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম এস এম ফরিদ উদ্দীন, এ্যাড. মো. মুশফিকুর রহমান তুহিন, পবিপ্রবির উপ- পরিচালক মো. রাশেদুজ্জামান, এ. আর মো. তরিকুল ইসলাম রুবেল, শিক্ষক শংকর চন্দ্র মিত্র, মো. আমির হোসেন প্রমুখ।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মযজ্ঞ ভোটার সাধারন ও জনগনের কাছে তুলে ধরার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।