পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌর শহরের শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কক্ষটির তিন জোড়া বেঞ্চ পুড়েছে।
শনিবার ভোর রাতে স্কুলের পূর্ব পাশের একটি শ্রেণী কক্ষের জানালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। বিদ্যালয়ের নৈশ প্রহরী মো. শহিদুল ইসলাম, প্রথমে দেখে আগুন নিয়ন্ত্রণে আনে।
শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি জানান, আজ শনিবার সকাল ৯.৩০ মিঃ সময় স্কুলের নৈশ প্রহরীর ফোনের মাধ্যমে জানতে পারি পরীক্ষার ২০ নম্বর কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি জেলা প্রশাসককে জানানো হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম জানান, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি খুবই সামান্যতম আগুন লেগেছে, এতে নির্বাচন বাধাগ্রস্ত হবে না।” এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি পটুয়াখালী সদর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।