জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে এইচএসসি বিএম, বিএমটি, ভোকেশনাল পরীক্ষার ১ম দিনে বাংলা-২ বিষয় ৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ও দুই জন বহিষ্কার। পটুয়াখালীতে ১৫টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে এইচএসসি বিএম, বিএমটি, ভোকেশনাল পরীক্ষার ১ম দিনে বাংলা-২ বিষয় অনুষ্ঠিত হয়।
৩০ জুন (রবিবার) উক্ত পরীক্ষায় পটুয়াখালী জেলায় ১৫টি কেন্দ্রে ২ হাজার ৩’শ ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ২৯৮ জন অংশগ্রহন করেন। এতে ৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ও দুই জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে বলে জেলার পরীক্ষা নিয়ন্ত্রন কক্ষ থেকে জানা গেছে।
উক্ত সূত্রে জানা গেছে, জেলার ৮টি উপজেলার ১৫টি কেন্দ্রে এইচএসসি বিএম, বিএমটি, ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ৩’শ ৩৩ জন ছাত্র- ছাত্রী অংশগ্রহন করার কথা থাকলেও অংশ নিয়েছেন ২ হাজার ২৯৮ জন। ৩৫ জন অনুপস্থিত রয়েছে। পটুয়াখালী মোহাম্মদ ইসহাক মডেল কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ২৯৩ জনে ৩ জন অনুপস্থিত, মৌকরন ড. আতহার উদ্দিন কারিগরি কেন্দ্রে ৩৩ জনে ৩৩ জন অংশ গ্রহন করে, হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ কেন্দ্রে ২০২ জনে অনুপস্থিত ৫ জন, হিলফুলফুজুল টেকনিক্যাল বিএম কলেজ কেন্দ্রে ১৫৪ জনে ৩ জন অনুপস্থিত, দুমকি সরকারি জনতা কলেজে ১৮৯ জনে অনুপস্থিত ১ জন, দুমকি আজিজ আহমেদ কলেজে ৬২ জনে ১ জন অনুপস্থিত, বাউফল ড. ইয়াকুপ শরীফ ডিগ্রি কলেজে ২০৯ জনে অনুপস্থিত ৩ জন, কাছিপাড়া মো. আব্দুর রশিদ ডিগ্রি কলেজে ১৩৬ জনে ১৩৬ জনই অংশগ্রহন করে, সুবিদখালী সরকারি কলেজে ২৪৪ জনে অনুপস্থিত ৪ জন, গলাচিপা সরকারি কলেজে ২৫৬ জনে ৭ জন অনুপস্থিত, দশমিনা আঃ রশিদ তালুকদার কলেজে ২০৬ জনে অনুপস্থিত ১ জন, ধানখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজে ২৩৪ জনে ৩ জন অনুপস্থিত, ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজে ১২২ জনে ৩ জন অনুপস্থিত, ছোটবাইশদিয়া বিজনেস কলেজে ৪৮ জনে ১ জন অনুপস্থিত এবং পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৫ জন পরীক্ষার্থীই অংশগ্রহন করে বলে উল্লেখিত সূত্র জানিয়েছে। এ পরীক্ষায় দশমিনা আব্দুর রশিদ তালুকদার কলেজে দিপংকর ও নাঈম নামে দুই জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। তাদের রোল নং যথাক্রমে ৫৫৭৭৭১ ও ৫৫৭৭৪০।