ষ্টাফ রিপোর্টারঃ পুরুষ নির্যাতন বন্ধে আইন চাই, পুরুষ বিষয়ক মন্ত্রণালয় চাই, পরকীয়ায় নারীর শাস্তির বিধান চাই এই শ্লোগান নিয়ে ১৯” নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে রবিবার বিকেল ৪ টার সময় পৌর শহরের ঝাউতলা এলাকায় বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন (বা,পু,অফা) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরন ও গণসংযোগ করেন মোঃ মজিবুর রহমান (আহবায়ক), মোঃ সুমন (যুগ্ম আহবায়ক) ও তার সংগঠনের অন্যান্যরা।
এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন পেশাজীবি নারী ও পুরুষ দাবি জানিয়ে বলেন, দেশের প্রচলিত আইনে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও সেটা শুধু চাকরি, নিজস্ব স্বাধীনতা ও আইনের ক্ষেত্রে কেন? আইনের ক্ষেত্রেও নারী নির্যাতন আইনের পাশাপাশি পুরুষ নির্যাতন আইন হওয়া খুবই জরুরি। তারা আরও বলেন, কোন কোন ক্ষেত্রে দেখা যায় নারীদের একতরফা এই স্বাধীনতা বেপরোয়া রুপে পুরুষকে শারিরীক, মানষিক, অর্থনৈতিক ও মিথ্যা মামলায় হয়রানির শিকার করা হচ্ছে। কিন্তুু কেন? সকল ক্ষেত্রে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলে পুরুষরা কেন আইনের ক্ষেত্রে পিছিয়ে। এসময় পুরুষের পাশাপাশি নারীরাও বলেন, দেশে বিভিন্নভাবে পুরুষ নির্যাতন হয় সেটা তার ভাই, বাবা কিংবা স্বজনরা। তাই নারী নির্যাতন আইনের পাশাপাশি পুরুষ নির্যাতন আইন, মহিলা অধিদপ্তর মন্ত্রণালয়ের পাশাপাশি পুরুষ বিষয়ক মন্ত্রণালয় করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।