সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ তীব্র তাপদাহে ও অস্বস্তিকর দুপুরে মুশলধারায় বৃষ্টিতে জনমনে অস্থায়ী শান্তির ছোয়া লাগলেও পটুয়াখালীতে টানা আড়াই ঘন্টার বৃষ্টির কারণে জনদুর্ভোগ নেমে এসেছে। টানা বর্ষনের ফলে শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সে কারণে স্থানীয় মানুষের চলাচলে সৃষ্টি হয়েছে দুর্ভোগ। এদিকে ছাতা ছাড়া বের হয়ে দীর্ঘক্ষণ দোকানপাটে আটকে ছিলো বহু শ্রম ও পেশাজীবি মানুষ।
সোমবার (২০ মে) দুপুর ১২ টা ৪০ মিনিট থেকে বিকাল ৩ টা পর্যন্ত ১১২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ মোঃ রাহাত হোসেন। তিনি আরও বলেন, “পটুয়াখালীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.০ ডিগ্রী সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ১০০ শতাংশ।”