সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার (২৩ জুন) পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯:৩০ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ সময় শোভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. সুলতান আহমেদ মৃধা ও যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ গোলাম সরোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ। মহিলা আওয়ামী লীগের নেতৃত্ব প্রদান করেন সাবেক মহিলা সংসদ সদস্য কানিজ সুলতানা হেলেন সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ। এ ছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ কৃষক লীগের নেতৃবৃন্দও অংশ গ্রহণ করেন শোভাযাত্রায়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গাজী আলী হোসেন, সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সরদার সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ ফরিদ উদ্দিন, সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোঃ শাহিন জমাদ্দার, জেলা কৃষক লীগের অন্যতম সদস্য মোঃ রুহুল কুদ্দুস, সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ কালাম তালুকদার, সদস্য সচিব মোঃ সিদ্দিকুর রহমান, পৌর কৃষক লীগের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম সহ কৃষক লীগের অসংখ্য নেতাকর্মী।
শোভাযাত্রাটি নিউ মার্কেট ও পিডিএস মাঠ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন এর মধ্য দিয়ে সকালের অনুষ্ঠান শেষ করা হয়। সন্ধ্যা ৭ টায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানান জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। সেই থেকে প্রতি বছর ২৩ জুন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা দিবসটি পালন করে আসছে।