সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ বিভিন্ন গণমাধ্যমের অনলাইন সংস্করণ, নিবন্ধিত এবং নিবন্ধনের জন্য আবেদিত ছাড়া সকল অনলাইন পত্রিকা বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সরকারের ১০০ তম দিন উপলক্ষে শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “দেশে প্রতিষ্ঠিত গণমাধ্যমের ২১৩টি অনলাইন সংস্করণ রয়েছে এবং নিবন্ধিত অনলাইন পত্রিকা রয়েছে ২১৩টি। অর্থাৎ মোট ৪২৬ টি অনলাইন রয়েছে। এর বাইরে আবেদন করেছে এমন, প্রক্রিয়াধীন আছে, সবগুলোর তালিকা করতে বলা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এসবের বাইরে যত অনলাইন নিউজ পোর্টাল রয়েছে, সেগুলো আপনাদের দাবী ছিলো সব বন্ধ করে দেওয়া। সেগুলো আমরা বন্ধ করে দেবো। দরখাস্ত করলে নিবন্ধন পাওয়ার আগ পর্যন্ত খোলা থাকবে, নিবন্ধন না পেলে আবার বন্ধ করে দেওয়া হবে।
এ সময় তিনি বলেন, অপতথ্য রাষ্ট্রকে ঝুঁকির মধ্যে ফেলছে, তাই এ সমস্যা প্রতিরোধে সরকারের ভূমিকার পাশাপাশি গণমাধ্যমেরও ভূমিকা পালন করতে হবে। তথ্য পাওয়ার অধিকার বাস্তবে নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জন্য একটি পরিবেশ তৈরি করা হবে। কেউ অর্থনৈতিক সমস্যায় পড়লে সরকারিভাবে সহযোগিতা করার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।