সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ পটুয়াখালী সদর উপজেলাধীন বদরপুর ইউনিয়ন এর ১নং ওয়ার্ড এর মৃত মোঃ আইয়ুব আলী খান এর স্ত্রী খাদিজা বেগম (৬০) হারিয়ে গেছে।
জানা গেছে, গতকাল বুধবার (১২ জুন) বিকেল ৫ টায় মৌকরন ব্রীজ সংলগ্ন উত্তর বদরপুর এর গোলাবাড়ি থেকে দুমকীর উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
যদি কোনো স্বহৃদয়বান ব্যাক্তি তাকে দেখে থাকেন কিংবা খোজ পেয়ে থাকেন, তবে নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার পরিবার। যোগাযোগঃ 01703-269003, 01600-101633, 01766235943