জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালী পৌরসভার পুরান বাজার আখড়া বাড়ির মদন মোহন জিউর মন্দিরের প্রধান পুরোহিত শ্রী শরৎ চক্রবর্তী ইহলোক ত্যাগ করেছেন (দিব্যান লোকান স্ব-গচ্ছতু)।
শনিবার দিবাগত রবিবার রাত ১২.৫৬ মিনিটের সময় পুরান বাজার আখড়া বাড়ির মদন মোহন জিউর মন্দির সংলগ্ন বাসায় প্রধান পুরোহিত শ্রী শরৎ চক্রবর্তী ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলে ভায়লা ফজলুল করিম মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী সুজয় চক্রবর্তী (গুরুজি) সহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন। তার মৃত্যুতে পুরান বাজার এলাকায় হিন্দু সম্প্রদায়সহ সকল স্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। আজ দুপুর ১২ টায় পৌর শশ্মানে তার সৎকার সম্পন্ন করা হয়। পুরোহিত শরৎ চক্রবর্তীর মৃত্যুতে শোক জানিয়েছেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, মন্দির কমিটির সভাপতি শ্রী তরুন কুন্ডু, সাধারণ সম্পাদক শ্রী অনিমেষ গুহ চঞ্চল, কার্যকরী কমিটির সভাপতি শ্রী শিবু লাল দাসসহ সদস্যবৃন্দ।
প্রকাশ, শ্রী শরৎ চন্দ্র চক্রবর্তী দীর্ঘ ৩৭ বছর পুরান বাজার আখড়া বাড়ির মদন মোহন জিউর মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে এলাকায় লোভ লালসার উর্ধ্বে থেকে সুনামের সাথে কর্মযজ্ঞ পালন করে আসছিলেন।