জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় অর্নিবান সমাজ উন্নয়ন সংস্থা কার্যালয়ের সভা কক্ষে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ (এডাব) এর সাধারণ সম্পাদক শুকতারা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহফুজা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সরকারী জনতা কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগের প্রধান শাহানা মোস্তাফী, দক্ষিনবঙ্গ নারী উন্নয়ন সংস্থার পরিচালক ডাঃ মতিন, অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মো. নজরুল ইসলাম, কাজী তনিমা জামান পুতুল প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন নারী ও কন্যা শিশুর প্রতি যে সংহিসতা তা রুখতে নারী শিক্ষা ও নারীদের ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে এবং সামাজিক জীবনে নারীদের সচেতন হতে হবে।