ষ্টাফ রিপোর্টারঃ নানান আয়োজনের মধ্যে দিয়ে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি, সমাজ সেবক ও স্থানীয় জনপ্রিয় দৈনিক সাথী’র সম্পাদক আনোয়ার হোসেনের জন্মদিন উদযাপন করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে কেক কেটে ও উন্নত মানের খাবার পরিবেশনের মধ্যে দিয়ে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি, সমাজ সেবক ও স্থানীয় জনপ্রিয় দৈনিক সাথী’র সম্পাদক আনোয়ার হোসেন এর জন্মদিন উদযাপন করা হয়।
এসময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সহ-সভাপতি উপাধ্যক্ষ জসীম উদ্দিন হাওলাদার, দৈনিক সাথীর নির্বাহী সম্পাদক আমেনা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সকাল থেকে নানান শ্রেনী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এবং তার বাসায় উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান।
আনোয়ার হোসেন ১৯৭২ সালের ২৮ অক্টোবর পটুয়াখালী দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামের মোঃ নুরুল হক ও রোকেয়া বেগম দম্পতির ঘরে জন্ম গ্রহণ করেন।