বাউফল (পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে প্রায় দেড় মাস আগে উপজেলা পরিষদ জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের বৃদ্ধ বারেক ফকির (৭০)। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখেন তার উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত রিকশাটি নেই। রিকশাটি চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েন তিনি। অভাব অনটনের সংসারে না খেয়ে থাকার উপক্রম তৈরি হয় তার। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে দিনযাপণ শুরু করেন। দাদার উপর নির্ভরশীল বারেক ফকিরের একমাত্র নাতি বেল্লালের লেখাপড়াও অনিশ্চিত হয়ে পড়ে। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী সাহায্যের হাত বাড়িয়ে দেন। ভিক্ষুক পূণর্বাসণ কর্মসূচীর আওতায় বারেক ফকিরকে একটি নতুন রিকশা দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার সেই রিকশাটি বারেক ফকিরের হাতে তুলে দেন ইউএনও মো. বশির গাজী। নতুন রিকশা পেয়ে মহাখুশি বারেক ফকির। এ সময় বারেক ফকির বলেন, "আমার একমাত্র ছেলে দীর্ঘদিন থেকে কোনো খোঁজখবর রাখে না। আমি এই বৃদ্ধ বয়সে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। একমাত্র নাতিকে আমি নিজের খরচায় মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াচ্ছি। প্রতিদিন রিকশা চালিয়ে যে রোজগার করি তাতেই কোনো রকম সংসার চলে যায়। এরই মধ্যে মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পর রিকশাটি চুরি হয়ে যায়। এরপর আমার সবকিছুই অনিশ্চিত হয়ে পড়ে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করার পর তিনি সবকিছু জেনে আমাকে একটি নতুন ব্যাটারী চালিত রিকশা দিয়েছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর কাছে আমি কৃতজ্ঞ।"
মঙ্গলবার রিকশা প্রদানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুল আলম মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও বাউফল থানার ওসি শোনিত কুমার গাইন প্রমুখ।