সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ গত ২৪ জুন (সোমবার) ২০২৪ ইং তারিখ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪ এর সেরা মেধাবী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণিত ও কম্পিউটার (খ গ্রুপ- ৯ম-১০ম) বিষয়ে দেশ সেরা মেধাবী হিসেবে পটুয়াখালীর কৃতি সন্তান মোঃ সামিন মুসতাকিমকে সনদ ও দুই লাখ টাকার চেক হাতে তুলে দেন। একই অনুষ্ঠানে মাননীয় শিক্ষা মন্ত্রী জনাব মোঃ মহিবুল হাসান মেডেল ও ক্রেস্ট তুলে দেন সামিনের হাতে।
জানা গেছে, সামিন বরিশাল জিলা স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী এবং পটুয়াখালী হাজী আক্কেল আলী হাওলাদার কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাসান মাসুদ ও বরিশাল অমৃত লাল দে কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামীমা নাসরীন এর একমাত্র সন্তান। সামিনের পিতা মোঃ হাসান মাসুদ জানান, গণিত ও পদার্থ বিজ্ঞানসহ বিভিন্ন অলিম্পিয়াডে সে জাতীয় পর্যায়ে একাধিকবার বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য, বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে গোল্ড ও সিলভার মেডেলিস্ট হওয়ার গৌরব অর্জন করেছে সামিন। সামিনের মা-বাবা তাদের ছেলের জন্য সকলের কাছে দোয়া প্রর্থনা করেছেন।