রিপন মালী, বরগুনাঃ সরস্বতী পূজা উপলক্ষে দেশজুড়ে উৎসবের আমেজ চলছে। সারা দেশর ন্যায় বরগুনায়ও চলছে ব্যাপক প্রস্তুতি। বাগদেবীর আরাধনায় বাড়িবাড়ি, মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানে আগাম প্রস্ততি চলছে। এ পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ব নয়। এটি জ্ঞান, সংস্কৃতি এবং শিল্পের উদযাপনের একটি অংশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) পঞ্চমী তিথিতে মা সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা চলছে। এতে ফুল, মিষ্টি, ধূপ, দীপ, প্রসাদ ইত্যাদি সবই তৈরি রাখতে হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপনের জন্য বিশেষ কর্মসূচি হচ্ছে, শিক্ষার্থীদের কবিতা পাঠ, গান, নাচ প্রতিযোগিতা ইত্যাদি। সরস্বতী পূজার সঙ্গে সামাজিক কর্মকাণ্ডও যুক্ত হচ্ছে। আবার কোথাও ভাবছে দরিদ্র শিশুদের জন্য বই-খাতা বিতরণ, গ্রন্থাগার গড়ে তোলা ইত্যাদি উদ্যোগ নেওয়া হবে। এ বছর সরস্বতী পূজায় পরিবেশ সচেতনতার উপর জোর দেওয়া হয়েছে। প্লাস্টিকের ব্যবহার কমানো, গাছ লাগানো ইত্যাদি কার্যক্রম হতে পারে।
“পৌষের শুরুতেই বাড়ে ব্যস্ততা পালদের। দীর্ঘ এক মাস প্রতিমা তৈরির জন্য পরিবারকে রেখে ব্যস্ত সময় পার করতে হয় আমাদের। প্রতিমা তৈরি করে আমরা সংসার চালাই। গত বছরের তুলনায় এ বছর প্রতিমা বেশি হওয়ায় কাজের চাপ একটু বেশি। আমি ছোট সময় হতে প্রতিমা তৈরি করে আসছি!” বলেন নিপু লাল।
ফেসবুক, টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ এবং পেইজে সরস্বতী পূজা সম্পর্কিত তথ্য প্রচার চালাচ্ছেন ভক্তগন। এ বিষয়ে সংবাদকর্মীরাও পার করছেন ব্যস্ত সময়।