জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্নকরন উপলক্ষে পটুয়াখালী পৌর এলাকার সকল পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের সাথে পৌর বিএনপি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকালে জেলা বিএনপি কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হুমায়ুন কবির’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পিপি এ্যাড. মো. ইউনুছ আলী মোল্লা। বক্তৃতা করেন পুরান বাজার আখড়াবাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরজিৎ দাস, সবুজসংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম কর্মকার, নতুন বাজার আখড়াবাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি সবুজ দে, নন্দকানাই পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন কুমার দাস, পৌর বিএনপির সহ-সভাপতি সভাপতি মো. নুরুজ্জামান বাদশা মিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মো. রেজাউল করিম, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল খান, ৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফারুক হাওলাদার প্রমুখ।
সভায় বক্তারা দুর্গোৎসব শুরু থেকে শেষ পর্যন্ত সকল পূজা মন্ডপে নিরাপত্তার জন্য বিএনপির সকল স্তরের নেতা কর্মীদেরকে সতর্ক থেকে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আহবান জানান। হিন্দু সম্প্রদায়কে ঢাল হিসেবে আর যেন কেউ বিশেষ করে আওয়ামী লীগ ব্যবহার করতে না পারে তার জন্যও সতর্ক থাকার জন্য বলেছেন সভার সভাপতি পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন।