মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী দুমকী প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও মাল্টা আ’লীগের সভাপতি কাওসার আমিন হাওলাদারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৭ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রেস ক্লাব অডিটোরিয়ামে দুমকী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাল্টা আ’লীগের সভাপতি কাওসার আমিন হাওলাদার। দুমকী প্রেসক্লাবের যুগ্মসম্পাদক মো. সাইদুর রহমান খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- দুমকী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল, সহ সভাপতি মো. আবুল হোসেন মুন্সি, অর্থ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. সহিদুল ইসলাম সরদার, কার্যনির্বাহী সদস্য স্বপন কুমার দাস, সদস্য মো. আল ফাহাদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মো. এবাদুল হক, প্রচার সম্পাদক কাজী জুবায়ের ইসলাম সোহান, সাহিত্য সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, আইসিটি সম্পাদক সংকর চন্দ্র মিত্র, সদস্য মো. রাব্বিকুল ইসলাম শাকিল, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ খান, মো. জাহিদুল ইসলাম সুমন, আবদুল্লাহ আল মামুন, মো. সিফাত হোসেন, মো. সজিব সরদার, মো. নাসির উদ্দিন জুয়েলসহ প্রধান অতিথির সফর সঙ্গীবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি কাওসার আমিন হাওলাদার তাঁর সংগ্রামী জীবনের মধ্য দিয়ে সফলতার বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। এছাড়াও তাঁর পরিচালিত ‘হাওলাদার ফাউন্ডেশনে’র সমাজ সেবামূলক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।