মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকীতে ২ কেজি ১ ‘শ গ্রাম গাঁজা ফেলে দিয়ে মোঃ মিজান সিকদার(৩৫) নামের এক দুর্ধর্ষ মাদক কারবারি পালিয়ে যায়।
পলাতক ওই মাদক কারবারি উপজেলার উত্তর আঠারগাছিয়া গ্রামের মৃত. আঃ কাদের সিকদারের ছেলে।
সূত্র জানায়, শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে দুমকী থানার এসআই শুভ বাড়ৈ সঙ্গীয় অফিসারসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার জন্য উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের মাদ্রাসা ব্রিজের উত্তর পাড়ে ঢালে পাকা রাস্তার ওপর পৌছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী মিজান সিকদার একটি কাঁধ ব্যাগের মধ্যে ০২ কেজি ১০০ গ্রাম গাঁজার প্যাকেট ফেলে পালিয়ে যায়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আঃ হান্নান জানান, তার বিরুদ্ধে দুমকি থানাসহ বাংলাদেশের বিভিন্ন থানায় সর্বমোট ১৩টি মাদক মামলা আছে। তাকে আটকের জন্য অভিযান অব্যহত আছে।