1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ গৌরনদীতে সাবেক সেনা সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন

দুমকীতে স্বপ্ন সিঁড়ি’র ফ্রি মেডিকেল ক্যাম্প; হাজার রোগীর সেবা

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে মুরাদিয়া স্বপ্ন সিঁড়ি সোসাইটি’র আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১ হাজার অসহায় ও দুঃস্থ জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল ৮ টায় ক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হকের সভাপতিত্বে এবং উপদেষ্টা মো. কামরুল হাসান সাগর (সিআইপি) এর সার্বিক সহযোগিতায় জয়গুননেসা মাধ্যমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করে মো. কামরুল হাসান সাগর (সিআইপি) বলেন, “মানুষের সেবাসহ বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক কর্মসূচি পালন করে চলছে মুরাদিয়া স্বপ্ন সিঁড়ি সোসাইটি।”

তিনি আরও বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।”

আন্তরিক ধন্যবাদ জানিয়ে দুমকী প্রেসক্লাবের সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন আ’লীগের আহবায়ক সৈয়দ ফজলুল হক বলেন, “বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ করার যে চেষ্টা আজকের তরুণ সমাজ করেছে, তাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি।”

ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার সাউথ বিডি নিউজকে বলেন, “প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা করি।” শুধু মুরাদিয়া-চরবয়েড়া নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ারও আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট