মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: তৃণমূল থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সবচেয়ে বড় উৎসব জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশের এটি বড় ক্ষেত্র। তাদের এ প্রতিভা বিকশিত করতে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা সমিতি আয়োজনে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে পটুয়াখালীর দুমকীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। ১৬ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াছমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক একেএম আ: রব, প্রধান শিক্ষক মোঃ আ: জব্বার হাওলাদার, জাকির হোসেন খান ও রফিকুল ইসলাম খান প্রমুখ। মোঃ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক মোঃ আসলাম হাওলাদার, ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য মোঃ বশিরুল আলম, মোঃ ফরহাদ খানসহ অন্যান্য সদস্য বৃন্দ ও প্রতিযোগিতায় অংশ নেয়া ৩ শতাধিক শিক্ষার্থীবৃন্দ।
প্রসঙ্গত, ১৯৫৩-৬১ সাল পর্যন্ত ইন্টার স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন অব ইস্ট পাকিস্তান স্কুল ও মাদ্রাসা ক্রীড়া পরিচালনা করতো। ১৯৬২ সালে জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি গঠিত হয়। এরপর ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আত্মপ্রকাশ করে। বর্তমানে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নামে কার্যক্রম পরিচালিত হচ্ছে। বছরে দুইবার (শীত ও গ্রীষ্ম) প্রতিযোগিতা হয়।