মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকীতে বসত বাড়ির পাশে ব্যাড়ের পানিতে পড়ে ইসরাত জাহান (১০) নামে এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের আমীর হোসেনের রাস্তার মাথা নামের এলাকার সুলতান গাজীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাবার নাম রফিক গাজী। তিনিও গত আট মাস আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে শারীরিক প্রতিবন্ধী ইশরাত জাহান বাড়ির উঠানে খেলতে ছিলো। এসময় ইশরাতের দাদী বাড়ির পাশে গরু আনতে যায়। অপর দিকে দাদা সুলতান গাজী ব্যক্তিগত কাজে বসত ঘরে ফাইলে কাগজপত্র খুঁজতে ছিলেন। পরিবারের অপর সদস্যদের চোখের আড়ালে শারীরিক প্রতিবন্ধী ইশরাত জাহান হামাগুড়ি দিতে দিতে বাবার কবরের দিকে যেতে থাকে। কিন্তু ওই কবরের পাশেই থাকা ব্যাড়ে পড়ে আর উঠতে পারেনি সে। ইশরাতের দাদী গরু নিয়ে বাড়িতে ফিরে এসে ইশরাতকে ডাক দেন। সারা না পেলে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পার্শ্বে থাকা ব্যাড় থেকে ইশরাতের মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির নানা এছাহাক হাওলাদার বলেন, ইশরাত শারীরিক প্রতিবন্ধী ছিলো। সে বিকেলে বাড়ির উঠানে খেলতে গিয়ে ব্যাড়ে ডুবে মারা যায় বলে আমি জেনেছি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শফিউর রহমান জানান, এ ঘটনায় দুমকী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।