1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনির গ্রে*প্তার বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ-কে বহিস্কার “নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্তি” প্লাকার্ড লিখে মানববন্ধন বাউফলে মোটর সাইকেল চা*পা দিয়ে শিশু হ*ত্যা চেষ্টার অভিযোগ পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার “আগামী কোরবানী ঈদের আগেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন” -আলতাফ হোসেন চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাউফলে মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ ঈদের দিনে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গলাচিপার ইউএনও মিজানুর রহমান বাউফলে সেলুনের আড়ালে যখন মা*দক কারবারি সুনীল পটুয়াখালীতে আত*শবা*জি ফোটাতে গিয়ে এক শিশুর মৃ*ত্যু ও দুই কিশোর গু*রুত*র আ*হ*ত

দুমকীতে মায়ের মামলা: জমিন না পেয়ে ছেলে অসুস্থ, পরে জামিন মঞ্জুর

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকীতে সত্তরোর্ধ মা মোসা. সমের্তবান এর দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে আদালতে বড় ছেলে সেলিম সিকদার জামিন আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। পরে সেলিম সিকদার কারাগারে প্রেরণ মুহুর্তে আদালত প্রাঙ্গনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার জামিন মঞ্জুর হয়। 

সোমবার(৪ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী আমলী আদালত চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট মো. ইউসুফ আলী প্রথমে জামিন নামঞ্জুর করেন। কিন্তু আসামি সেলিম সিকদারের অসুস্থতার জন্য পরে জামিন মঞ্জুর করা হয় এবং তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ(৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। এ সম্পর্কে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আল আমিন এবং আসামি পক্ষের আইনজীবী এস. এম. কামাল হোসেন।

এবিষয়ে জানতে চাইলে সেলিম সিকদারের বড় ছেলে নূর-ই-আলম সাউথ বিডি নিউজ ২৪ কে বলেন, এ মামলা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। নিজ মায়ের এমন মামলায় আমার বাবা মানসিকভাবে দুঃখ ও কষ্টে অত্যন্ত ভেঙে পড়েছেন।

তার দাদীর সাথে বাবার সম্পর্কের অবনতির কারণ জানতে চাইলে তিনি বলেন, মূলত আমার ছোট কাকারা আমার বাবাকে মারধর করলে দুমকী থানায় একটি মামলা হয় এবং তারা জেল খাটে। ওই মামলা থেকে বাঁচতে তারা দাদীকে দিয়ে এ কাউন্টার মামলা করিয়েছে।

উল্লেখ্য, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের বাসিন্দা মৃত. আঃ বারেক সিকদারের স্ত্রী সমের্তবান এক সময় বড় ছেলে সেলিম সিকদারের নতুন বাড়িতে থাকতেন।  জমিজমাকে কেন্দ্র মায়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করলে পুরান বাড়িতে ছোট ছেলেদের কাছে চলে যান তিনি। সর্বশেষ এ বছরের ২১ নভেম্বর বেলা ১২ টার দিকে তার স্ত্রী নাসিমা বেগম ও ছেলে নূরে আলম সিকদারসহ এক দল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী পুরান বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে  তিনি ও তাঁর ছোট ছেলে রুমন আহত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় গত ২৯ নভেম্বর মা মোসা. সমের্তবান বাদী হয়ে চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। শনিবার(২ নভেম্বর) ছেলে ও মা উভয়ই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করলে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট