1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ-কে বহিস্কার “নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্তি” প্লাকার্ড লিখে মানববন্ধন বাউফলে মোটর সাইকেল চা*পা দিয়ে শিশু হ*ত্যা চেষ্টার অভিযোগ পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার “আগামী কোরবানী ঈদের আগেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন” -আলতাফ হোসেন চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাউফলে মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ ঈদের দিনে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গলাচিপার ইউএনও মিজানুর রহমান বাউফলে সেলুনের আড়ালে যখন মা*দক কারবারি সুনীল পটুয়াখালীতে আত*শবা*জি ফোটাতে গিয়ে এক শিশুর মৃ*ত্যু ও দুই কিশোর গু*রুত*র আ*হ*ত গৌরনদীতে ব্যবসায়ীদের আয়োজনে ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত

দুমকীতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার গলায় ফাঁসে মৃত্যু

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: গলায় ফাঁস লাগিয়ে আম গাছের ডালে ঝুলে পটুয়াখালীর দুমকীতে আত্মহত্যা করেছেন ৬ সন্তানের জননী ও মানসিক ভারসাম্যহীন হাসিনা বেগম নামের ষাটোর্ধ এক বৃদ্ধা। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১২ জুন) ভোর ৫টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম দুমকী গ্রামের মৃত. মহসিন খানের স্ত্রী।

জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মহসীন খান মারা যাওয়ার পরে তার স্ত্রী হাসিনা বেগম ব্রেইন স্ট্রোক করে ভারসাম্য হারিয়ে ফেলেন।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী কামাল হোসেন বলেন, “ঘটনার দিন খুব ভোরে আমি বাড়ির পেছনে ক্ষেতে গরু চড়াতে গিয়ে আম গাছে কিছু একটা ঝুলতে দেখে চিৎকার দেই। পরে বাড়ির লোকজন এসে নিহত অবস্থায় হাসিনা বেগমকে এবং আম গাছের গোড়া থেকে একটি টর্চ লাইট, একটি বেতের লাঠি ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়।” নিহতের জামাতা মো. আল আমিন জানান, “তার বাসায় বেড়াতে গিয়েও তার শ্বাশুড়ি অসংলগ্ন কথাবার্তা ও আচরন করতেন।”

নিহতের ডায়বেটিস, প্রেসার, স্ট্রোকজনিত জ্বালা-যন্ত্রণাসহ মানসিক ভারসাম্যহীনতা ছিলো উল্লেখ করে অপর এক প্রতিবেশী মো. হাসান বলেন, তার ছেলে, ছেলের বৌ এবং মেয়েরা কেউ কাছে ছিল না বিধায় মানসিক যন্ত্রণা কাজ করছে। ফলে এ ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ওসি (তদন্ত) মো. শফিউর রহমান বলেন, “এ ঘটনায় দুমকী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং পরিবারের সদস্যদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট