মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকীতে বুদ্ধি প্রতিবন্ধী জোসনা আক্তার ধর্ষণ মামলার মূল আসামী মো. মোক্তার মৃধাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ নভেম্বর) কারাগারে প্রেরণ করা হয় তাকে।
উপজেলার দক্ষিণ মুরাদিয়ায় গত ২২ সেপ্টেম্বর (শুক্রবার) বুদ্ধি প্রতিবন্ধী জোসনা আক্তারকে নিজ ঘরে একা পেয়ে মো. রাসেল হাওলাদারের প্ররোচনায় মো. মোক্তার মৃধা ধর্ষণ করেছেন এমন অভিযোগে দুমকী থানায় এ মামলা দায়ের করা হয়।
সূত্র জানায়, মূল আসামী মো. মোক্তার মৃধা’র জামিন চেয়ে তার আইনজীবী অ্যাড. মো. আবুল কাশেম খান পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের (জেলা জজ) কাছে আবেদন করেন। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে মো. মোক্তার মৃধাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার জন্য বলা হয়েছে।