1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
ফি*লিস্তি*নে ই*সরা*ইলি ব*র্বর হা*মলা*র প্রতিবাদে পটুয়াখালীতে কয়েক হাজার নারী-পুরুষের বি*ক্ষো*ভ মিছিল পটুয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত রাঙ্গাবালীতে মুগ ডালের বাম্পার ফলন; কৃষক-কৃষাণীদের মুখে হাসি পটুয়াখালীতে ১২ এপ্রিল থেকে এ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘটের হুঁশিয়ারি বাউফলে শিশু ধ*র্ষ*ণের অভি*যোগে বৃদ্ধ গ্রে*প্তা*র “নরেন্দ্র মোদি-ডক্টর ইউনুস দ্বি-পাক্ষিক আলোচনা দেশের জন্য পজিটিভ কিছু হবে”-আন্দালিব রহমান পার্থ বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনির গ্রে*প্তার বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ-কে বহিস্কার “নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্তি” প্লাকার্ড লিখে মানববন্ধন বাউফলে মোটর সাইকেল চা*পা দিয়ে শিশু হ*ত্যা চেষ্টার অভিযোগ

দুমকীতে নাস্তার টাকার নামে দ্রুত বিদ্যুৎ সংযোগে অর্থ আদায়ের অভিযোগ

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে পটুয়াখালী জেলার দুমকীর বিভিন্ন গ্রামে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে, গাছ পড়ে তার ছিঁড়ে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব লাইনে দ্রুত বিদুৎ সংযোগ দেয়ার নামে দুমকী সাব জোনাল অফিসের প্রকৌশলী, ঠিকাদার, লাইনম্যান ও লেবারদের বিরুদ্ধে নাস্তার টাকার নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এসব টাকা পয়সা স্থানীয় কতিপয় দালাল চক্রের মাধ্যমে আদায় করা হয় বলে জানা গেছে।

উপজেলার বিভিন্ন গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা ও ভুক্তভোগী জানান, নিজেদের উদ্যোগে ডালপালা কেটে পরিষ্কার করে বিদুৎ অফিসে যোগাযোগ করলেও টাকা না দেয়ায় গত কয়েক দিন ধরে সংযোগ দিচ্ছেন না তারা। দাবীকৃত টাকা না দেয়া হলে তীব্র গরমের ভোগান্তিতে রাখা হবে বলে উল্টো হুমকি ধামকিও দেয়া হচ্ছে। এছাড়াও শুক্রবার (৩১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “দুমকী উপজেলা পরিবার” নামের একটি গ্রুপে মোঃ রাতুল হাসান নামে একজন ক্ষোভ প্রকাশ করে পোস্ট করলে নেটিজেনদের কমেন্টে স্পষ্ট হয়ে ওঠে গ্রাহকদের জিম্মির বিষয়টি।

শনিবার (১ জুন) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈসমাইল মল্লিকের ছেলে বেল্লাল হোসেন দ্রুত বৈদ্যুতিক লাইন সংযোগের জন্য নগদ টাকা উঠাচ্ছেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ওয়ার্ডের শহিদুল বলেছে যে টাকা দাও, টাকা দিলে বিদ্যুৎ অফিসের লোকজন দ্রুত লাইন দেবে। আমি বলেছি যে আগে বাতি জ্বলবে তারপর টাকা দেব। শহিদুল প্রথমে বলছে ৩ শত, পরে বলে ১ হাজার এবং সর্বশেষ ২ হাজার টাকা দাবী করেছে। এজন্য আমি ৭ শত ২০ টাকা উঠাইছি।

একই ওয়ার্ডের বাসিন্দা আঃ সালামের ছেলে অভিযুক্ত শহিদুল বলেন, আমি আবু শরীফের কাছে ফোন দিয়ে বলছি যে আমাদের লাইনটা একটু তাড়াতাড়ি দেন, কিছু নাস্তা পানির খরচ দিব।

অপরদিকে আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের সাগর হোসেন নামে এক ভুক্তভোগী বিদুৎ অফিসে এসে জানান, অফিসের লোকজনের বিরুদ্ধে টাকা লেন দেনের যে অভিযোগ উঠেছে তা আপনারা অনুসন্ধান করে দেখেন। এগুলো মিথ্যা নয়। আমার ওয়ার্ডে প্রায় ৭-৮ কি.মি.লাইনের ডালপালা কেটে সরিয়ে আমি সরাসরি অফিসে এসে ৪ বার বলার পরেও কোন ভ্রুক্ষেপ করছে না। তিনি ক্ষুব্ধ হয়ে আরও বলেন, টাকা লেনদেনের মাধ্যমে আগে সংযোগ দেয়ার মত নোংরা কাজ বন্ধ করতে হবে, নইলে কিন্তু দুমকী উপজেলাবাসী উপযুক্ত জবাব দেবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী বাবুল হোসেন জানান, লাইনে কাজ করেন ঠিকাদার, লাইনম্যান ও লেবার। কোথাও কোন অর্থ লেনদেন হয়েছে কিনা এ বিষয়ে আমার জানা নেই।

দুমকী সাব-জোনাল অফিসের এজিএম মো. ইমরান হোসেন সাউথ বিডি নিউজ ২৪-কে বলেন, লাইন মেরামত করা আমাদের কাজ। এতে কোন টাকা পয়সা লাগে না। এলাকাবাসী যেন এ বিষয়ে কোন লোকের সাথে টাকা পয়সা লেনদেন না করে। দিন রাত আমার লোকজন কাজ করে চলছে। কেউ একদিন আগে পাবে হয়তো কেউ পরের দিন পাবে। তবে আমার অফিসের কারো বিরুদ্ধে উপযুক্ত ডকুমেন্টসসহ দিলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থ নেওয়া হবে।

প্রসঙ্গত, ২৬ মে দিবাগত রাতে রেমালের তান্ডবে দুমকীতে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট