মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকীতে নসিমন ও অটো রিক্সার সংঘর্ষে গুরুতর আহত পথচারী তাসলিমা বেগম(৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত ওই গৃহবধূ উপজেলার জলিশা গ্রামের সৈয়দ মহসিনের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী। বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার পীরতলা বাজারের সাফা ট্রেডার্সে এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের এক স্বজন জানান, গুরুতর আহত অবস্থায় তসলিমাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসক বরিশাল রেফার করেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাতে তাসলিমার মৃত্যু হয়। তবে নসিমন চালককে সনাক্ত করা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ওসি (তদন্ত) মাহবুবুর রহমান সাউথ বিডি নিউজকে জানান, সড়ক দুর্ঘটনার কথা আমাদের জানা নেই। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।