ইশরাত লিটন, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকীতে উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিল গুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে ৭ লক্ষাধিক টাকার দেশীয় মাছের ভয়ংকর ফাঁদ নামে পরিচিত অবৈধ চায়না দুয়ারী, বেহুন্তি ও স্লুইস জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে শ্রীরামপুর, আঙ্গারিয়া ও লেবুখালি ইউনিয়ন থেকে অবৈধ ৪৬টি চায়না দুয়ারী, ১৬টি বেহুন্তি ও ১১টি স্লুইস জাল জব্দ করা হয়।
বুধবার(১১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী, বেহুন্তি ও স্লুইস জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আল ইমরানের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আল ইমরান জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী, বেহুন্তি ও স্লুইস জালসহ সকল প্রকারের অবৈধ জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।