মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: চলন্ত অটো গাড়িতে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে পটুয়াখালীর দুমকীতে বৈশাখী সাহা (১৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত বৈশাখী সাহা উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নিমাই চন্দ্র সাহা’র মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে।
জানা যায়, গত ২ দিন আগে নিহত বৈশাখী সাহা তার ছোট বোন শ্রাবণী সাহা, চাচাতো ভাই লিটন চন্দ্র সাহা, চাচাতো বৌদি তন্দ্রা ভক্তের সাথে দক্ষিণ মুরাদিয়ায় শ্যামল ভক্তের বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন বিকেলে ঘুরতে বের হয়ে অটো গাড়িতে করে ভক্ত বাড়ির দিকে ফিরছিলেন। পঞ্চায়েত বাড়ি এলাকায় পৌঁছালে চলন্ত গাড়ির চাকায় পড়নে থাকা নিজের ওড়না পেচিয়ে ফাঁস লাগে। ঐ সময় সাথে থাকা স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান জানান, “ঘটনাটি জেনেছি। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।”