মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: গাঁজাসহ পটুয়াখালীর দুমকীতে মোঃ সাকিল ও মোঃ মশিউর রহমান নামে দুই যুবককে আটক করেছে দুমকী থানা পুলিশ। আটক ওই যুবকদের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী বাকেরগন্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দুধল এলাকায়। আসামী সাকিলের বাবার নাম মোঃ সিদ্দিকুর রহমান এবং অপর আসামী মশিউর রহমানের বাবার নাম মৃত. আবুল বাশার।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ মে) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রাজিব হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গ্রামীন বাংক সড়কের ফোরকান তালুকদারের বাসার সামনে অভিযান চালিয়ে আসামী সাকিল ও মশিউরকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান জানান, আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।