মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ মোঃ সজীব হাওলাদার (২৮) নামে এক যুবককে পটুয়াখালী জেলার দুমকীতে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটককৃত আসামী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝাটরা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৮মে) দিবাগত রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে দুমকী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৪পিচ ইয়াবাসহ সজিবকে আটক করেছে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, "এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে দুমকী থানায় একটি মামলা হয়েছে।"